বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় চার ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৪-০১-২০২৩ ইং
দর্শনায় চার ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার দর্শনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে দুটি ফার্মেসি ও দুটি ফল ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটার দিকে দর্শনা পুরাতন বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। তিনি বলেন, ভোক্তার চাহিদা নিশ্চিত করতে আমরা নিয়মিত বাজার তদারকি করি। এরই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় দোয়েল ফার্মেসিকে ১০ হাজার টাকা ও মাস্টার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দুটি ফল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিল দর্শনা থানার পুলিশের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ