শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২৩ ইং
ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সমীকরণ প্রতিবেদন: ইলেকশন কমিশন অব পাকিস্তান (ইসিপি) মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান, আসাদ উমর ও ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। নিসার দুররানির চার সদস্যের বেঞ্চ মামলার শুনানির পর এই পরোয়ানা জারি করে। গত বছরের আগস্ট মাসে ইসিপি কমিশনকে অবমাননার একটি নোটিশ পাঠায় পিটিআই নেতাদের। অভিযোগ করা হয়েছে তারা বিভিন্ন সংবাদ সম্মেলন, মিটিং ও বিভিন্ন সাক্ষাৎকারে কমিশনকে অবমাননা করেছেন। নোটিশে আরো অভিযোগ করা হয়েছে, তারা বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচনী সংস্থার বিরুদ্ধে অসম্মানজনক, অসংলগ্ন ও অবমাননাকর মন্তব্য করেছেন। আগামী ১৭ জানুয়ারি এ বিষয়ে আবারো শুনানি অনুষ্ঠিত হবে। সেখানে তাদের অব্যাহতি প্রদানের আবেদন খারিজ করে আগামী শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে। গত ৩ জানুয়ারি তাদের আবেদনের ওপর রায় সংরক্ষণ করে কমিশন। এই রায় ঘোষণার পরপরই পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন এবং মানহানির মামলা করবেন। তিনি বলেন, ‘ইসিপির গ্রেফতারি পরোয়ানা হাইকোর্টের সিদ্ধান্তের অবমাননা।’ তিনি বলেন, পরবর্তী শুনানি রাখা হয়েছে ১৭ জানুয়ারি। আর নির্বাচন কমিশনের গ্রেফতারি পরোয়ানা জারি করা ১০ জানুয়ারি মঙ্গলবার। এটা একেবারেই নিয়ম বহির্ভূত। তিনি বলেন, এটা হলো নির্বাচন কমিশনের একটা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত। এ মাসের শুরুর দিকে সুপ্রিম কোর্ট ইসিপিকে ইমরান খান, আসাদ উমর ও ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে অবমাননার কার্যক্রম এগিয়ে নেয়ার অনুমোদন দেন।


কমেন্ট বক্স