আসাননগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্বোধন
- আপলোড তারিখঃ ১১-০১-২০২৩ ইং
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গায় ‘আসাননগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় সদর উপজেলার বদরগঞ্জ মাদ্রাসার পাশে সংগঠনটির কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘আসাননগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তামান্না হজ গ্রুপের এম.ডি আশাদুল হক মামুন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, ঝিনাইদহ সদর উপজেলার ১ নম্বর সাধুহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ওবাইদুল হক শুকুর, বদরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সভাপতি সাইদুল ইসলাম মিণ্টু, বদরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আসিফ মিয়া, বদরগঞ্জ বাজার জামে মসজিদের খতিব রহুল আমিনসহ আসাননগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।
কমেন্ট বক্স