সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২৩ ইং
দামুড়হুদায় ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দুইটায় দামুড়হুদা বাসস্ট্যান্ড ও থানামোড় এলাকায় ফার্মেসি, মুদিখানা, কনফেকশনারি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার মেসার্স সততা স্টোরের মালিক মর্তুজা জামানকে ৩ হাজার টাকা, মেসার্স অন্তর মেডিকেল হল ও ফার্মেসি মালিক শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা ও মহাসিন আলিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, অভিযানের সময় তিনটি প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য সামগ্রী রাখার অপরাধে প্রতিষ্ঠান মালিলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৫১ ধারায় জরিমানা করা হয়। এসময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয়। একই সঙ্গে সবাইকে সতর্ক করা হয় এবং আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি টিম।


কমেন্ট বক্স