বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ট্রাক দুর্ঘটনায় চালক ও হেল্পার আহত

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২২ ইং
দর্শনায় ট্রাক দুর্ঘটনায় চালক ও হেল্পার আহত
দর্শনা অফিস: দর্শনায় ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক আইল্যান্ড ভেঙে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক ও হেল্পার। আহতরা হলেন- যশোরের জামদিয়া বাঘারপাড়ার শাহাদত আলীর ছেলে এনামুল হক (৪০) ও একই গ্রামে আক্কাস আলীর ছেলে বাদশা মিয়া (২৮)। আহত দুইজনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে মুজিবনগর থেকে চুয়াডাঙ্গামুখী একটি ট্রাক যার নম্বর ঢাকা (মেট্রো-ট-১৮-৯২৯০) দর্শনা পুরাতন বাজার মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকটি দর্শনা দোয়েল চত্বরের আইল্যান্ড ভেঙে জয় জুয়ের্লাসের দোকানের মধ্যে ঢুকে পড়ে। দোকানটি ক্ষতিগ্রস্ত হলেও দোকান বন্ধ থাকায় দোকানের কেউ হতাহত হয়নি। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আহম্মদ আলী জানান, মুজিবনগর সড়কের পাশে জ¦ালানি কাঠভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত হয়। গতকাল রাত ১১টা পর্যন্ত ট্রাকটির উদ্ধার কাজ চলছিল।


কমেন্ট বক্স
notebook

বিপজ্জনক আগামী ২৪ ঘণ্টা