বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মৃত বরকত আলী শেখের স্মরণে ৯ম সাধু সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০২২ ইং
দামুড়হুদায় মৃত বরকত আলী শেখের স্মরণে ৯ম সাধু সমাবেশ অনুষ্ঠিত
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় মৃত বরকত আলী শেখের স্মরণে নবম সাধু সমাবেশ ও বাউল গান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত নয়টায় উপজেলার চিৎলা গ্রামের মৃত মজিবর আলী শেখ পরিবার এই সমাবেশের আয়োজন করে। মজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ হলো আউল বাউল কবি সাহিত্যকের দেশ। এই বাউল গানকে বাঙালীরা খুব পছন্দ করে। যা বাউল সাধু সংঘের নিয়ম অনুযায়ী হয়ে থাকে।’ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা মডেল থানার এসআই শেখ তৈহিদুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. মহাসিন আলী ও ৫ নম্বর ওয়ার্ড সদস্য মতিয়ার রহমান। এছাড়াও বিভিন্ন এলাকায় থেকে আগত সাধু ও ভক্তবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ