বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ফারিয়ার আয়োজনে সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০২২ ইং
দামুড়হুদায় ফারিয়ার আয়োজনে সংবর্ধনা
প্রতিবেদক, দামুড়হুদা: বাংলাদেশ ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতি দামুড়হুদা শাখার সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় রুপকথা ক্যাফে হাউজে ফারিয়া দামুড়হুদা থানা আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফারিয়ার দামুড়হুদা থানা শাখার সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আসম দুুদু ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ফারিয়ার দামুড়হুদা থানা শাখার ক্রীড়া সম্পাদক আসাদুসজ্জামান আসাদ ও পবিত্র গীতা পাঠ করেন দামুড়হুদা থানা ফারিয়া শাখার সহসভাপতি গৌতম চন্দ্র মন্ডল। বাংলাদেশ ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতি দামুড়হুদা উপজেলা শাখার ২১ সদস্যকে আনন্দঘন পরিবেশে ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফারিয়ার দামুড়হুদা থানা শাখার সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক নওশাদুল ইসলাম, দামুড়হুদা থানা ফারিয়ার অর্থ সম্পাদক ডালিম উদ্দীন, সদস্য আবুবক্কর, ইমরান, আব্দুল খালেক, নয়ন, সোহেল, সাইদুরজামান, ফিরোজ, খুসবু, মেহেদী, ওমর ফারুক, রানাসহ দামুড়হুদা থানা ফারিয়া ও বাংলাদেশ ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতি দামুড়হুদা শাখার সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন ফারিয়া-এর দামুড়হুদা থানার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা থানা ফারিয়া যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ উর রহমান।


কমেন্ট বক্স
notebook

বিপজ্জনক আগামী ২৪ ঘণ্টা