সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে হেরোইন ও ইয়াবাসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০২২ ইং
গাংনীতে হেরোইন ও ইয়াবাসহ যুবক আটক
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ রনি হোসেন (১৯) নামের এক যুবক হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে গাংনী উপজেলার কাজিপুর ব্রিজ বাজারের নিকটে অভিযান চালিয়ে ১০গ্রাম হেরোইন ও ১৫টি ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। আটক রনি হোসেন কাজিপুর খন্দকারপাড়ার প্রয়াত দুলাল হোসেনের ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কাজিপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০গ্রাম হেরোইন ও ১৫টি ইয়াবাসহ রনি হোসেন নামের এক যুবককে আটক করা হয়। আটক রনি হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।


কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু