বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ খুলনায় সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২২ ইং
ঝিনাইদহে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ খুলনায় সম্পন্ন
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল ১০টায় শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। এই শপথ গ্রহণের মধ্যদিয়ে প্রায় ১১ বছর পর ঝিনাইদহ পৌরসভা নতুন পরিষদ পেল। শপথ গ্রহণ অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও ঝিনাইদহ সুশিল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র কাইয়ুম শহরিয়ার জাহেদী হিজল, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিপু সুলতান, ২ নম্বর ওয়ার্ডের আবু বক্কর, ৩ নম্বর ওয়ার্ডের আলাউদ্দীন জোয়ারদার লাড্ডু, ৪ নম্বর ওয়ার্ডেরশামসিল আরেফিন কায়সার, ৫ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম মধু, ৬ নম্বর ওয়ার্ডের লিয়াকত হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের মহিউদ্দীন, ৮ নম্বর ওয়ার্ডের সাদেক আলী ও ৯ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম রেজা উপস্থিত ছলেন। এছাড়া মহিলা কাউন্সিলর ফারহানা রেজা আনজু, বুলবুলি বেগম ও সুফিয়া বেগমও অনুষ্ঠানে শপথ গ্রহন করেন। উল্লেখ্য, মামলা জটিলতায় ঝিনাইদহ পৌরসভার ভোট প্রায় ১১ বছর বন্ধ থাকার পর নির্বাচন কমিশন তফসীল ঘোষনা এবং গত ১৫ জুন নির্বাচনের তারিখ ধার্য্য করে। কিন্তু নৌকা সমর্থকদের হামলা ও ভয়ভীতির কারণে ১২ জুন নৌকার প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। আদালতের মাধ্যমে আবারো নৌকার প্রার্থীতা ফিরে পান আব্দুল খালেক। অবশেষে গত ১১ সপ্টেম্বর পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ