শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাজারে এল রেডমি এ১ প্লাস

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২২ ইং
বাজারে এল রেডমি এ১ প্লাস
প্রযুক্তি প্রতিবেদন: সম্প্রতি ব্যবহারকারীদের জন্য এন্ট্রি-লেভেল স্মার্টফোন সিরিজ রেডমি এ নিয়ে আসার ঘোষণা দিয়েছে শাওমি। ইতোমধ্যে এ সিরিজের রেডমি এ১ ফোন বাজারে আনার ঘোষণাও দিয়েছে শাওমি। এবার এ সিরিজে যুক্ত হতে যাচ্ছে রেডমি এ১+ নামের আরেকটি ডিভাইস। এই ডিভাইস বিগত কিছুদিন ধরে অনেক সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছে। এবার দেখা গেলো ফোনটির রেন্ডার ও সম্ভাব্য স্পেসিফিকেশন। ফোনটির ফিচার ও ডিজাইন অনেকটা রেডমি এ১ এর মতোই হতে যাচ্ছে তবে কিছু ছোটোখাটো পরিবর্তন থাকছে। নতুন এই মডেলে যুক্ত হয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর। রেডমি এ১+ এর রেন্ডার থেকে দেখা যায় যে এর পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের ফ্রন্টে রয়েছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। প্রাপ্ত তথ্য অনুসারে ব্ল্যাক, লাইট ব্লু ও লাইট গ্রিন-এই তিন কালারে পাওয়া যাবে ফোনটি। রেডমি এ১+ ফোনটিতে ৬.৫২ইঞ্চির এইচডি+ স্ক্রিন থাকবে। ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর এন্ট্রি লেভেল চিপ, হেলিও এ২২। এছাড়া র‌্যাম থাকছে ২জিবি ও ইন্টারনাল স্টোরেজ থাকছে ৩২জিবি। এই ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা। ডুয়াল ব্যাক ক্যামেরার ফোনটিতে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রেডমি এ১+ এর ব্যাটারি হবে ৫০০০মিলিঅ্যাম্পিয়ারের। ফোনের বক্সে থাকবে ১০ ওয়াট এর চার্জার। আশা করা যাচ্ছে এই ডিভাইসটি বিশ্বের বিভিন্ন দেশে ঘোষণা করবে শাওমি। বাংলাদেশেও আসতে পারে বাজেট বান্ধব ফোনটি।


কমেন্ট বক্স
notebook

কোরআনে বিজ্ঞান চর্চার তাগিদ