বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা দুটি জোনে বিভক্ত শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পশ্চিম জোনের বালক-বালিকাদের দাবা খেলার মধ্যদিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। বালক বিভাগে ভি জে সরকারি উচ্চবিদ্যালয় জুনিয়র ও সিনিয়র গ্রুপে সদর উপজেলার পশ্চিম জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া বালিকা বিভাগে সিনিয়র গ্রুপে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পশ্চিম জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (অব:) রউফুন্নাহার রিনা, ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন, রেজাউল ইসলাম, আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারীঢ শিক্ষক ফুরকান আলী, সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুল হক প্রমুখ। দাবা খেলাগুলো পরিচালনা করেন ইসলাম রকিব ও শামসুন্নাহার শীলা। এছাড়া চুয়াডাঙ্গা বেলগাছী ফুটবল মাঠে ও খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বালক-বালিকাদের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।


কমেন্ট বক্স
notebook

বিপজ্জনক আগামী ২৪ ঘণ্টা