শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গুজব প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় ডিসি আমিনুল ইসলাম খান

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২২ ইং
গুজব প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় ডিসি আমিনুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গুজব প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, গুজব প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে। তথ্য যাচাই করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। গুজব সাময়িকভাবে সমস্যা তৈরি করে। এটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। চুয়াডাঙ্গাতে এ ধরণের কোনো গুজব যাতে না ছড়ায়, সে জন্য আমরা কাজ করব। চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে কোনো গুজব বাধা হবে না। সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, গুজবের মাধমে স্থিতিশিল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াস করা হয়ে থাকে। গুজব থেকে আরও বেশি সচেতন হতে হবে। যে প্রক্রিয়ার ফেসবুকের মাধ্যমে গুজব বন্ধ করা যাবে, পুলিশ সেভাবেই কাজ করবে। গণমাধ্যমকর্মীদের দেওয়া সব তথ্য আমরা আমলে নিই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক জামিল সিদ্দিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচিসহ প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা।


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা