চুয়াডাঙ্গায় রেডক্রস ও রেডক্রিসেন্টের মৌলিক এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- আপলোড তারিখঃ ০৭-০৯-২০২২ ইং
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় সহশিক্ষা কার্যক্রমের আওতায় রেডক্রস ও রেডক্রিসেন্টের মৌলিক এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সনদ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চুয়াডাঙ্গা সরকারি কলেজে শেষ হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান, কার্যনির্বাহী ১ নম্বর সদস্য অ্যাড. রফিকুল ইসলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আবু ইয়াজিদ বক্তব্য দেন। এছাড়া প্রশিক্ষণার্থী লিটন মাহমুদ ও মেহেবুবা মাহনুর শ্রাবণী বক্তব্য দেন। এসময় রেডক্রিসেন্ট ইউনিট অফিসার ওবায়দুল ইসলাম পারভেজ উপস্থিত ছিলেন।
মৌলিক এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক কর্মশালায় ৩৯ জন প্রশিক্ষণার্থীর মধ্যে শারমিন সুলতানা ১ম, লিটন মাহমুদ ২য় এবং বাদশা মিয়া ৩য় স্থান লাভ করেন। প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার হিসেবে যুব উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও বিপ্লব হোসেন, যুব প্রধান শাহিন হোসেন, উপ-যুবপ্রধান আবু বক্কর ও বিভাগীয় প্রধান প্রশিক্ষণ শাবনুর খাতুন দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ রেডক্রস ও রেডক্রিসেন্টের মৌলিক এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
কমেন্ট বক্স