বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শাশুড়ীকে কুপিয়ে মারলেন জামাই

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০২২ ইং
শাশুড়ীকে কুপিয়ে মারলেন জামাই
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে জামাইয়ের হাসুয়ার কোপে শাশুড়ী রঙ্গিলা খাতুন (৪৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে করমদী গ্রামের মাঠপাড়ায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত রঙ্গিলা খাতুন করমদী গ্রামের কৃষক শওকত আলীর স্ত্রী। এ ঘটনায় হত্যাকারী জামাই বাদশা মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। আটক বাদশা একই গ্রামের শাহাবুর পাড়ার রবিউল ইসলামের ছেলে। গ্রামবাসী জানায়, বাদশা গতকাল মঙ্গলবার সকালের দিকে নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যান। এসময় শ্বশুর বাড়িতে স্ত্রী রিমি খাতুনের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করেন। পারিবারিক ঝগড়ার জের ধরে বাদশা তার শ্বশুর বাড়ির পাশে একটি গাছে আত্মহত্যা করার চেষ্টা করছিলেন। এসময় শাশুড়ী তাকে আত্মহত্যার কাজে বাধা দেন। এতে বাদশা ক্ষিপ্ত হয়ে তার শাশুড়ী রঙ্গিলা খাতুনকে হাসুয়া দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। পরে গতকাল রাত সাড়ে আটটার দিকে তাকে আটক করা হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাশুড়ীকে হত্যা করে পালিয়ে যাওয়া জামাই বাদশা মিয়া নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

বিপজ্জনক আগামী ২৪ ঘণ্টা