সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে চুয়াডাঙ্গাসহ সারাদেশে পবিত্র আশুরা পালিত

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২২ ইং
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে চুয়াডাঙ্গাসহ সারাদেশে পবিত্র আশুরা পালিত
নিজস্ব প্রতিবেদক: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে চুয়াডাঙ্গাসহ সারাদেশে পবিত্র আশুরা পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দোয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। ধর্মপ্রাণ মুসল্লিরা বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনাসহ মহামারি করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয় করেছেন। আশুরা উপলক্ষে বিভিন্ন মসজিদ মাদরাসায় আশুরার গুরুত্ব তাৎপর্য তুলে ধরে ইমাম ও খতিবরা মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ মর্যাদপূর্ণ দিনটিতে ইসলাম ধর্মে নিষিদ্ধ কার্যক্রম থেকে বিরত থেকে ইবাদত বন্দেগির মাধ্যমে কাটাতে তাগিদ দিয়েছেন ইমামরা। দিনটির গুরুত্ব উপলদ্ধি করে অনেকেই নফল রোজা ও ইবাদত বন্দেগি করেছেন। এদিকে, ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের আয়োজনে ১৪৪৪ হিজরি সনের পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে বাদ মাগরিব এ দোয়া ও আলোচন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও কোর্ট জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোর্ট মসজিদের ইমাম মুফতি মাওলানা রুহুল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক মুহাম্মদ আশরাফ আলী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, আশুরার আলোচনা থেকে আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে জীবন গড়তে হবে। মিথ্যা ও অন্যায়কে প্রতিহত করতে হবে।  সমাজের কুসংস্কার থেকে দূরে থাকতে হবে। প্রধান আলোচক মুফতি মাওলানা রুহুল আমীন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে আশুরার গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোকপাত করেন।  অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা রুহুল আমীন।


কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু