বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২২ ইং
চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে জখম
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে হায়দারপুর গ্রামে ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইয়নিয়নের হায়দারপুর গ্রামের মাঠপাড়ার মাসুমের স্ত্রী। আহত রোকেয়া খাতুন অভিযোগ করে বলেন, গত পাচ- ছয় মাস পূর্বে প্রতিবেশি সুজন বিশ্বাসের স্ত্রী নিমিয়া খাতুন অন্য এক ছেলের সঙ্গে অজানা উদ্দেশ্যে পাড়ি দেয়। এর কয়দিন পর আবারো ফিরে আসে। এনিয়ে এলাকায় তুমুল আলোচনা হয়। নিমিয়া খাতুনের দাবি আমি এলাকায় এই কথা রটিয়ে বেড়িয়েছি। গতকাল এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নিমিয়া খাতুন আমাকে ইট দিয়ে ও কিল-ঘুষি মেরে আহত করে। এতে আমার মাথা ফেটে যায়। পরে পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। চুয়াডাঙ্গা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, রোকেরা নামের মারধরের কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

বিপজ্জনক আগামী ২৪ ঘণ্টা