বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় নৌকার মাঝি হলেন এম হাকিম আহমেদ

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২২ ইং
শৈলকুপায় নৌকার মাঝি হলেন এম হাকিম আহমেদ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ। গতকাল রোববার বিকালে দলের মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নেয় বলে দলীয় সূত্রে জানা যায়। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৮০ সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগ শৈলকুপা উপজেলা শাখা থেকে এম হাকিম আহমেদের রাজনীতির হাতেখড়ি। পরবর্তিতে ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সদস্য নির্বাচিত হন। বর্তমান তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে অধিষ্ঠিত। উল্লেখ্য গত ১৫ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার শেফালি বেগম মৃত্যুবরণ করলে আসনটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৩১ জুলাই শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নের খবর পেয়ে এম হাকিম আহমেদের জন্মস্থান ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে মিস্টি বিতরনের খবর পাওয়া গেছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ