বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা, মোটরসাইকেলের অতিরিক্ত হর্ণ ও ফগ লাইট জব্দ

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা, মোটরসাইকেলের অতিরিক্ত হর্ণ ও ফগ লাইট জব্দ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে সদর হাসপাতাল সড়ক ও সড়ক সংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হেল্থ কেয়ার মেডিকেল সেন্টারের পরিবেশ উপযুক্ত না হওয়াসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। জানা যায়, বিভিন্ন অনিয়মের তথ্য পেয়ে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর হাসপাতাল সড়ক সংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হেল্থ কেয়ার মেডিকেল সেন্টারের পরিবেশ উপযুক্ত না হওয়াসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় পরিচালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে ২০টির অধিক মোটরসাইকেল ও ইজিবাইকের অতিরিক্ত হাইড্রলিক হর্ণ এবং ফগ লাইট জব্দ করা হয়। `` ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, ‘বিভিন্ন অনিয়মের তথ্য পেয়ে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি মেডিকেল সেন্টারের পরিবেশ উপযুক্ত না হওয়াসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় পরিচালককে জরিমানা করা হয়। এছাড়াও বেশ কয়েকটি মোটরসাইকেল ও ইজিবাইকের অতিরিক্ত হাইড্রলিক হর্ণ এবং ফগ লাইট জব্দ করা হয়েছে।’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মারভীন অনিক চৌধুরী ও সদর থানা পুলিশের একটি চৌকশ টিম।  


কমেন্ট বক্স