বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছামসুল হুদার ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২২ ইং
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছামসুল হুদার ইন্তেকাল

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল হোসেনের ছেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত সাবেক প্রধান প্রকৌশলী সামসুল হুদা ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে ঢাকাস্থ বাসভবনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। বিজ্ঞ এই প্রকৌশলী মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।  গতকাল শনিবার বিকেলে ঝিনাইদহ শহরের আরাপপুরস্থ উকিল পাড়া দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে বাদ আছর জানাজা শেষে তাকে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা অনুষ্ঠানে শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও মরহুমের গ্রামের বাড়ি হরিণাকু-ুর হরিশপুরের মানুষ উপস্থিত ছিলেন। আজ রোবরার আরাপপুর দারুস সালাম জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত