ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবনকালে ৩ যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে উপজেলার মধুগঞ্জ বাজারের ছন্দা সিনেমা হলের পাশে একটি ঘরের ভিতর থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের ৬ মাসের বিনাশ্রম জেল ও ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল¬াহ হাবিব। আটককৃত হলেন-পঙ্কজ অদিকারী, বিপ¬ব দাস ও রিওন হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ ধারায় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।