বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাঙবাড়িয়া ইউনিয়ন বিএনপির ৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২২ ইং
ভাঙবাড়িয়া ইউনিয়ন বিএনপির ৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

সমীকরণ প্রতিবেদন:
গত ৮ এপ্রিল আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরগণ প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফের ওপর কমিটি গঠনের দায়ভার অর্পণ করেন। জেলা বিএনপির সদস্যসচিব আলমডাঙ্গা উপজেলা বিএনপির সমন্বয় টিম ও ইউনিয়ন বিএনপির সমন্বয় টিমের সাথে আলোচনা সাপেক্ষে কমিটির শীর্ষ পদ চূড়ান্ত করেন। সাধারণ সম্পাদক পদে সমন্বয় না হওয়ায় নির্বাচন হয়।
কমিটিতে সভাপতি পদে টিপু সুলতান, সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে আতাউল হুদা নির্বাচিত হন। অন্যান্য পদে সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সহসভাপতি জান মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মফিজুর রহমান রাজা, যুগ্ম সম্পাদক তুহিবুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, প্রচার সম্পাদক নাজমুল হুসাইন ও দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম রাজু নির্বাচিত হন। উল্লেখ্য, সাধারণ সম্পাদক পদে আতাউল হুদার সাথে দেলোয়ার জাহান ঝণ্টু প্রতিদ্বন্দ্বিতা করেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ