সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ লিটার দেশীয় চোলায় মদসহ শ্রী লিটন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শ্রী লিটন চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতাল পাড়ার মৃত মহাদেবের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬, সিপিস-২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আভিযানিক দলটি চুয়াডাঙ্গা বাস টার্মিনাল রোডের পার্শ্বে মায়ের দোয়া স্টিল অ্যান্ড ফার্নিচারের দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ২০টি জারে ২০০ লিটার দেশীয় তৈরি চোলায় মদসহ শ্রী লিটন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে জব্দকৃত আলামত ও গ্রেপ্তার মাদক ব্যবসায়ীকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।