বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমঝুপিতে ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গার ফরহাদ অগ্রণী ক্লাবের জয়লাভ

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০২২ ইং
আমঝুপিতে ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গার ফরহাদ অগ্রণী ক্লাবের জয়লাভ
সমীকরণ প্রতিবেদন: আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরি আয়োজিত ‘মরহুম মহারাজ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’-এর নিজেদের প্রথম ম্যাচে কুষ্টিয়া ফ্রন্ট ফাইটার ক্লাবের বিপক্ষে চুয়াডাঙ্গার ফরহাদ অগ্রণী ক্লাব জয়লাভ করেছে। টসে জয়লাভ করে কুষ্টিয়া ফ্রন্ট ফাইটার ক্লাব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ৩৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। ফরহাদ অগ্রণীর পক্ষে শামীম, প্রিন্স, রাব্বি জাহাঙ্গীর এবং নাসির প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে চুয়াডাঙ্গার ফরহাদ অগ্রণী ক্লাব ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফরহাদ অগ্রণী ক্লাবের পক্ষে নাসির ৩৫, সাদ্দাম ৩৫ এবং জাফর ১৫ রান সংগ্রহ করেন। ফরহাদ অগ্রণীর নাসির ৩৫ রান এবং ২ উইকেট নেওয়ার সুবাদে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।


কমেন্ট বক্স