শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা মালিক সুপার মার্কেটের ত্রিবার্ষিক নির্বাচন আজ

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০২২ ইং
দামুড়হুদা মালিক সুপার মার্কেটের ত্রিবার্ষিক নির্বাচন আজ
মোজাম্মেল শিশির, দামুড়হুদা: আজ দামুড়হুদা মালিক সুপার মার্কেটে ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মালিক সুপার মার্কেটের অফিসকক্ষে এ ভোট গ্রহণ শুরু হবে। মোট ৭৮ জন ভোটার নিয়ে ৯টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন মডার্ন গার্মেন্টস-এর মালিক নজরুল ইসলাম। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মা গার্মেন্টসের মালিক সেলিম উদ্দীন বগা ও খান এন্টারপ্রাইজের মালিক জাহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ ফ্যাশানের মালিক আমিনুল ইসলাম রসিদ ও এস এ ফ্যশানের মালিক শরিফুল ইসলাম শরিফ। সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এস ফ্যাশনের মালিক স্বপন চৌধুরী ও সু প্যালেসের মালিক সাজেদুর রহমান ইমন। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আয়ন সু এর মালিক মোহাম্মদ আলী ও ভাই ভাই গার্মেন্টসের মালিক মামুন অর রসিদ জনি। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ই আর ফ্যাশানের মালিক সোলাইমান বাদশা ইমন, মামুন কসমেটিক্সের মালিক আব্দুল্লাহ আল মামুন, জননী গার্মেন্টসের মালিক আনোয়ার হোসেন টিটন, ঢাকা সু-এর মালিক বাবু আলী, রাব্বি কসমেটিকসের মালিক আবুল কালাম আজাদ ও দামুড়হুদা কালেশনের মালিক মেহেদী হোসেন। এদিকে, ১৩ জন সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচনে চারটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিদ্দিকীয়া গার্মেন্টস এন্ড বস্ত্রালায়ের মালিক আবুবক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক পদে মা কসমেটিক্সের মালিক আল মিরাজ, প্রচার সম্পাদক পদে পোশাক মহলের মালিক রুবেল রাজ এবং ক্রীড়া সম্পাদক পদে নিউ কালেকশনের মালিক নুর আলম (দিপু)। নির্বাচন কমিশনের সহযোগিতা করবেন হাফেজ মাওলানা আব্দুল খালেক, আনোয়ার হোসেন, নিশান, সাল্লাউদ্দীন বিপুল, আসিফ ইকবল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

কোরআনে বিজ্ঞান চর্চার তাগিদ