বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালনে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২২ ইং
আলমডাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালনে প্রস্তুতি সভা

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমহাজ্ব আইয়ুব হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার কেজি মোস্তফা। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, ইউপি চেয়ারম্যান আসিকুজ্জামার ওল্টু ও মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার।

এসময় উপস্থিত ছিলেন সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন, ভিডিপি কর্মকর্তা আজিজুল হক, সমবায় কর্মকর্তা মততা বানু, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সহিদুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত