বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ৭জন জখম: দেশীয় অস্ত্রসহ ২ হামলাকারী আটক

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২২ ইং
তিতুদহে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ৭জন জখম: দেশীয় অস্ত্রসহ ২ হামলাকারী আটক

চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আনারস প্রতীকের সমর্থক জাহাঙ্গীর আলমের বাড়িতে নৌকা প্রতীকের সমর্থদের হামলায় ৭জন মারাত্নকভাবে জখম হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন ৬২ আড়িয়া গ্রামের মৃত আ. রহমানের ছেলে জাহাঙ্গীর আলম, আহাদ আলীর স্ত্রী রাফিয়া বেগম, মৃত রহমানের ছেলে মহেদ আলী, আহাদের ছেলে শিমুল হোসেন, জিয়াউর রহমানের স্ত্রী মাছুরা খাতুন, জাহাঙ্গীরের স্ত্রী মমতাজ, জিয়ারুলের স্ত্রী আশানুর রহমান। জানাগেছে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় ২০ থেকে ২৫ জন একটি আলমসাধু ও ২টি মোটরসাইকেল নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে সন্ত্রাসী হামলা করে।

``

জাহাঙ্গীরের পরিবার সূত্রে জানা গেছে সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে একত্রে খেতে বসেছিলেন তারা। এসময় বাড়ির পিছন থেকে নির্বাচনে বিজয়ী শুকুরের সন্ত্রাসী বাহিনী হঠাৎ দেশীয় অস্ত্র ধারালো হাসুয়া, চাপাতি, বাঁশ, রড দিয়ে আক্রমন করে। আক্রমনে জাহাঙ্গীরের মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করা হয়। এসময় চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে হামলা কারী দুজনকে আটক করে। আটকতৃতরা হলে তিতুদহের হাতেম আলীর ছেলে হোসেন মিয়া ও আছর উদ্দীনের ছেলে শামীম হোসেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর কবীর। আসামী দুজনকে দর্শনা থানা রহফজতে নেওয়া হয়েছ। এবং গাড়ি তিনটি বেগমপুর থানায় রাখা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

বিপজ্জনক আগামী ২৪ ঘণ্টা