বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২২ ইং
মেহেরপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুর ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ বাদশা শেখ ও আকাশ গাজি নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শুক্রবার তাঁদের আটক করা হয়। আটক বাদশা শেখ মুজিবনগর উপজেলা রশিকপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং আকাশ গাজী একই উপজেলার শিবপুর গ্রামের ইজারুল গাজীর ছেলে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির ওসি জুলফিকার আলীর নেতৃত্বে মেহেরপুর মুজিবনগর উপজেলার গৌরিনগর নাগার মাঠ নামক স্থানে অভিযান চালানোর সময় বাদশাহ ও আকাশ গাজীকে গ্রেপ্তার করেন। এসময় বাদশা শেখের নিকট হতে ৬ শ গ্রাম এবং আকাশ গাজীর নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মুজিবনগর থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত