সমীকরণ প্রতিবেদন:
‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘সহযোগ’ নামের একটি সংস্থা গতকাল শুক্রবার বেলা তিনটায় দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় এ শীতবস্ত্র বিতরণ করে। সংস্থার সভাপতি মো. আদিল হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থের থেকে বেশি যেটা প্রয়োজন, সেটা ইচ্ছা। সমাজের বিত্তবান সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে এসব মানুষের শীতের কষ্ট অনেকটা লাঘব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, ‘সহযোগ’ সংস্থার প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক গোলাম মোস্তফা ও সাবেক চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল। শুভেচ্ছা বক্তব্য দেন আলুকদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুর রহমান হাবলু ও চুয়াডাঙ্গা বড় বাজার মসজিদের ইমাম ও খতিব মুফতি মো. জুনাইদ আল হাবিবী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দৌলাতদিয়াড় ব্রিজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মো. আব্দুর রশিদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর, আমজাদ, সুমন, খোকন, বক্তিয়ার, বকুল, হামজা, রাজন, সোয়ান, রাহুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তার আলী।