প্রতিবেদক কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ট্রলিগাড়ী রেসিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বয়রা গ্রামবাসীর আয়োজনে দিনব্যাপী বয়রা মাঠে এই ট্রলি রেসিং খেলা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গার প্রবীণ ব্যক্তি নাসির উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস।
বিভিন্ন এলাকার ৬০টি দল এ খেলায় অংশগ্রহণ করে। খেলায় নাটুদহের চন্দ্রবাস দল চ্যাম্পিয়ন হয় ও কার্পাসডাঙ্গার কোমরপুর দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। নাটুদহের চন্দ্রবাস ‘বি’ দল তৃতীয় স্থান অর্জন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল।