সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী দুজন আটক

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী দুজন আটক

চুয়াডাঙ্গায় ছিনতাইকৃত মোবাইলসহ আশিকুর রহমান আশিক ও ছিনতাইকৃত মোবাইলের ক্রেতা মাদক ব্যবসায়ী ল্যাংড়া মিনারকে আটক করেছে সদর থানার পুলিশ। গত সোমবার দিবাগত রাতে সদর উপজেলার বেলগাছি গ্রামের বকচরপাড়া ও গাড়াবাড়িয়া গ্রামের ছাগলাপাড়া থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বেলগাছি বকচরপাড়ার আশিক (৩০) ও গাড়াবাড়িয়া গ্রামের ছাগলাপাড়ার গোলাম রব্বানীর ছেলে ল্যাংড়া মিনার।

পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারী আশিক শুধুমাত্র সদর হাসপাতাল এলাকার রোগীদের টার্গেট করেই ছিনতাই করে আসছিলেন। আশিক একজন চিহ্নিত ছিনতাইকারী। তিনি শুধুমাত্র রোগীদের টার্গেট করতেন। কারণ, রোগীরা দুর্বল থাকে আবার অসুস্থতার কারণে তাড়াও করতে পারেন না। এ জন্য হাসপাতালের আশেপাশেই ঘুরাঘুরি করতেন তিনি।

পুলিশ আরও জানায়, একবার ছিনতাই করেই ঢাকায় আত্মগোপনে চলে যেতেন তিনি। এরপর এক-দুই মাস পর আবারও ফিরে এসে টার্গেট করে ছিনতাই করা চালিয়ে যান। সর্বশেষ গত ২৫ শে নভেম্বর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ফেরার পথে এক শিক্ষিকার দুটি মোবাইল ছিনতাই করে পালিয়ে যান আশিক। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলার বেলগাছি বকচরপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি মোতাবেক ছিনতাইকৃত একটি মোবাইল গাঁজা ব্যবসায়ী মিনারুলের কাছ থেকে উদ্ধার করা হয়। এসম মিনারুলকে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ছিনতাইকারী আশিক ১ শ গ্রাম গাঁজার বিনিময়ে মোবাইলটি মিনারুলকে দিয়েছিল। তিনি আরও বলেন, আটক মিনারুলের বিরুদ্ধে ৩টি এবং আশিকের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। সদর থানার পুলিশ আরও জানায়, আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে গতকালই তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু