এশিয়ান টিভির বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন মেহেরপুরের মিজানুর রহমান জনি
- আপলোড তারিখঃ ২৪-১২-২০২১ ইং
এশিয়ান টেলিভিশনের বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনি। জনি চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ-এর মেহেরপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গতকাল বৃহস্পতিবার এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সম্মেলনে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন-উর-রশিদ সিআইপি। গতকাল সকাল দশটা থেকে এশিয়ান টেলিভিশনের নিজস্ব কার্যালয়ে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের ডিএমডি (অপারেশন) সাজ্জাদ হোসেন রশিদ পারভেজ, বার্তা প্রধান মানষ ঘোষ, এশিয়ান গ্রুপের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, মুজিবর রহমান, এশিয়ান টেলিভিশনের সকল কর্মকর্তা, কলা-কৌশলীসহ দেশের সকল জেলা ও উপজেলা প্রতিনিধিগণ। এসময় সারা দেশের ২০ জনকে বর্ষসেরা সাংবাদিকের ক্রেস্ট তুলে দেওয়া হয়।
কমেন্ট বক্স