সাংবাদিকতা পেশার মান সমুন্নুত রাখার প্রত্যয়
- আপলোড তারিখঃ ২৪-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব ঐক্য পরিষদের কার্যক্রম গতিশীল করতে গঠনতন্ত্র প্রণয়নসহ তহবিল গঠনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কার্যকরি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকতা পেশার মান সমুন্নুত রাখার লক্ষ্যে গঠিত চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব ঐক্য পরিষদের সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সদস্যসচিব রাজীব হাসান কচি।
উপস্থিত থেকে অভিমত ব্যক্ত করেন কার্যকরি সদস্য ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, রুবায়েত বিন আজাদ সুস্থির, আলডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল আজম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু ও সহসভাপতি সালাউদ্দীন কাজ।
সভায় সাংঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে সাংঠনিক কর্মকাণ্ড জোরদারের কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়। বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রকাশিত কিছু পত্রিকা দেওয়াল সর্বস্ব, কিছু অনুমোদিত অনলাইন প্যাটেল যা একেবারেই পারিবারিক সদস্যদের মধ্যে সীমাবদ্ধ হয়েও সাংবাদিকতার কার্ড বিতরণ করছে। ওই কার্ড নিয়ে সাংবাদিকতা পেশাকেই কলুষিত করছে এক শ্রেণির মানুষ। এদেরই কেউ কেউ কয়েককজনকে সাথে নিয়ে যেখানে সেখানে ঝুলিয়ে দিচ্ছে প্রেসক্লাব সাইনবোর্ড। এতে সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে। বিভ্রান্তমুক্ত সমাজ গঠনসহ সাংবাদিকতা পেশার মান-সমুন্নত রাখতে প্রকৃত সাংবাদিকদের সংগঠিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকতার নাম ভাঙিয়ে বিশেষ সুবিধা আদায়সহ সমাজের সরল সোজা মানুষগুলোকে প্রতারিত হওয়ার হাত থেকেও রক্ষা করতে হবে। অন্যথায় সাংবাদিক বলে পরিচয় দেওয়ায় দূরহ হয়ে পড়ার ঝুঁকি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। এসব রুখতে জেলা প্রেসক্লাব ঐক্য পরিষদকে শক্ত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতিকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচিকে সদস্যসচিব করে গঠিত চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব ঐক্য পরিষদের কার্যকরি সদস্য করা হয় জেলার ৫টি থানার পাঁচটি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে। এ কমিটির দ্বিতীয় সভা ছিল গতকাল। এ সময় গঠনতন্ত্রসহ তহবিল গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। নাজমুল হক স্বপনকে আহ্বায়ক এবং রাজীব হাসান কচি ও মাহবুবুর রহমান বাবুকে সদস্য করে তিন সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। ১৫ জানুয়ারি পরবর্তী বৈঠকের জন্য নির্ধারণ করে বলা হয়, এ সভা দামুড়হুদায় অনুষ্ঠিত হবে।
কমেন্ট বক্স