সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে তিন বিচারকের বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০৩-১২-২০২১ ইং
মেহেরপুরে তিন বিচারকের বিদায় সংবর্ধনা
মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন রেজা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রাফিয়া সুলতানা এবং সহকারী জজ বেবী নাজনীন অন্যত্র বদলি হওয়ায় তিন বিচারককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মেহেরপুর বিচার বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিচার বিভাগ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন রেজা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রাফিয়া সুলতানা, সহকারী জজ বেবী নাজনীন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ বিল্লাল হোসেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারেক হাসান, মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মতিউর সাপ, কোর্ট ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ, আমিনুল ইসলাম মিণ্টু, নাজির আসাদুজ্জামান শেখ, মো. আহসানুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী তিন বিচারককে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


কমেন্ট বক্স