বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘আমাদের আন্দুলবাড়ীয়া’ ফেসবুক গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ০৩-১২-২০২১ ইং
‘আমাদের আন্দুলবাড়ীয়া’ ফেসবুক গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
জীবননগর উপজেলার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক ‘আমাদের আন্দুলবাড়ীয়া’ গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের বকুলতলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের আন্দুলবাড়ীয়া ফেসবুক গ্রুপের প্রধান অ্যাডমিন নাসিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ও আমাদের আন্দুলবাড়ীয়া অনলাইন ফেসবুক গ্রুপের উপদেষ্টা সাংবাদিক নারায়ণ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আরোজ আহাম্মেদ বিল্লাল, আন্দুলবাড়ীয়ার বিশিষ্ট সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা রাকিবুল ইসলাম বিশ্বাস (রুবেল), আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক, তরুণ কবি নাঈমুর রহমান খান, শেখ রাশেদুজ্জামান রাশেদ ও নাহিদ হাসনাত। আন্দুলবাড়ীয়া নিয়ে লেখা একটি সরচিত কবিতা আবৃত্তি করেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সদস্য তরুণ কবি ইকরাম হুসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের আন্দুলবাড়ীয়া ফেসবুক গ্রুপের উপদেষ্টা সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ