মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২২-১১-২০২১ ইং
দামুড়হুদায় পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
দামুড়হুদায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ আশরাফুল আলম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক আশরাফুল আলম দামুড়হুদা উপজেলার বড় দুতপাতিলা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে। গতকাল রোববার বেলা একটার দিকে উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে আটক করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের সামনে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পাঁচ কেজি গাঁজা ও নগদ ৫ হাজার ৫৬০ টাকাসহ আশরাফুল আলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামিকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‌্যাব।


কমেন্ট বক্স