বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পাঁচ ইউপি নির্বাচন উপলক্ষে অফিসারদের সঙ্গে বিফ্রিংকালে এসপি জাহিদ

  • আপলোড তারিখঃ ১১-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গার পাঁচ ইউপি নির্বাচন উপলক্ষে অফিসারদের সঙ্গে বিফ্রিংকালে এসপি জাহিদ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন জুড়ানপুর, কার্পাসডাঙ্গা, দামুড়হুদা সদর, দর্শনা থানাধীন কুড়ুলগাছি এবং জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ব্রিফিং করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল বুধবার সকাল ১০টায় দামুড়হুদা মডেল থানা চত্বরে এবং পরে জীবননগর উপজেলা পরিষদের হলরুমে এ বিফ্রিং অনুষ্ঠিত হয়। এসময় তিনি নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার-ফোর্স এবং অঙ্গিভুত আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। এসপি জাহিদুল ইসলাম বলেন, দামুড়হুদা থানাধীন জুড়ানপুর, কার্পাসডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা থানাধীন কুড়ুলগাছি এবং জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে পুলিশকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। যেকোনো অপশক্তি, ভয়-ভীতি, বাঁধা জয় করার মতো শক্তি বাংলাদেশ পুলিশের আছে। পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর যারা নির্বাচনের দায়িত্বে আছেন, তারা ঈমানের সহিত দায়িত্ব পালন করবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক অফিসার, ফোর্স নিয়োগ করা হয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, উপজেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও মোতায়েন থাকবেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার ওসি লুৎফুল কবিরসহ অন্যান্য অফিসার ও ফোর্স। অপর দিকে, জীবননগর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত নির্বাচনী ব্রিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকসহ অন্যান্য অফিসার ও ফোর্স।  


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ