বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পলিথিনে মোড়ানো কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১১-১১-২০২১ ইং
পলিথিনে মোড়ানো কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ১০ দিন পর মিজানুর রহমান মিঠু মণ্ডল (৪৯) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার যুগীপাড়া গ্রামের একটি পানবরজের পাশ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তিনি যুগীপাড়া গ্রামের আজব আলী মণ্ডলের ছেলে। প্রতিবেশী তুহিন জানান, গতকাল বুধবার সকালে কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় পানবরজের পাশে পলিথিনে মড়ানো কিছু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, মিঠু মণ্ডল কৃষিকাজের পাশাপাশি ঘটকের কাজ করতেন। নিহত ঘটকের ছোট ভাইয়ের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জানান, ‘১০ দিন আগে রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সে। তারপর সে আর বাড়িতে ফিরে আসেনি। আমরা অনেক খোঁজাখুঁজির পর গত ৪ নভেম্বর থানায় জিডি করি। বুধবার সকালে তাকে হত্যা করা হয়েছে বলে খবর পায়। ঘটকালী নিয়ে দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হতে পারে।’ শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গতকাল বুধবার সকালে যুগীপাড়া গ্রামের মাঠ থেকে পলিথিনে মোড়ানো নিখোঁজ মিজানুর রহমান মিঠুর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ১লা নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ