বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি নাহিয়ান খাঁন জয়ের জন্মদিন পালিত
- আপলোড তারিখঃ ৩০-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খাঁন জয়ের জন্মদিন পালন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক জোয়ার্দ্দারের নির্দেশনায় গতকাল শনিবার সন্ধ্যার দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। কেক কাটা শেষে রাতে শহরের অসহায়া ছিন্নমূল মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা সোয়েব রিগানের সার্বিক সহযোগিতায় খাবার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক, সাবেক আহবায়ক সাইফুল ইসলাম রানা, ছাত্রলীগ নেতা ওয়ালিওর রকি, পৌর ছাত্রলীগ নেতা তানভির আহম্মেদ সোহেল প্রমুখ।
কমেন্ট বক্স