ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টে র্যাবের ছায়া তদন্ত ; চুয়াডাঙ্গা ও খুলনা থেকে প্রতিষ্ঠানের সিইওসহ চার কর্মকর্তা গ্রেফতার
- আপলোড তারিখঃ ৩০-১০-২০২১ ইং
দেশব্যাপী গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগে অনলাইন পণ্য বেচাকেনার প্রতিষ্ঠান ইভ্যালির পর এবার চুয়াডাঙ্গার ‘আদিয়ান মার্ট লিমিটেডে’ অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- (র্যাব) ৬। গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকীসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। গত শুক্রবার রাতে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে এসকল তথ্য নিশ্চিত করেছে ঝিনাইদহ (সিপিসি২) র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান। গ্রেপ্তারকৃতরা হলেন- আদিয়ান মার্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জুবাইর সিদ্দীক ওরফে মানিক (৩০ ), তার ভাই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহমুদ সিদ্দিক ওরফে রতন ( ৩২ ), তাদের বাবা প্রতিষ্ঠানটি উপদেষ্ঠা আবু বকর সিদ্দিক (৬৩ ) ও ব্যবস্থাপক মো. মিনরুল ইসলাম ( ৩৫ )।
ইতিপূর্বে পণ্য সরবাহের প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠায় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক মামলা দেওয়ার পাশাপাশি তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরপর আরও বেশ কয়েকটি অনলাইন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের এমন প্রতারণার খবর এসেছে দেশের গণমাধ্যমে।
জানা যায়, ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট। প্রথমদিক থেকেই প্রতিষ্ঠানটি বিভিন্ন অফারের মাধ্যমে জনসাধারণকে আকৃষ্ট করে। বর্তমানে তাদের প্রোডাক্ট ঘাটতির পরিমাণ ৭-৮ কোটি টাকা। সারাদেশে তাদের অসংখ্য ক্রেতার প্রায় এক হাজার ৮০০ টির মতো এনভয়েস অর্ডার ডেলিভারি দিতে বাকি রেখেছিল আদিয়ান মার্ট। পরে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে র্যাব-৬ (গাংনী ক্যাম্প) এর একটি দল শুরু থেকেই উক্ত মামলা সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে প্রতিষ্ঠানের সিইওসহ চার জনকে আটক করা হয়। এর আগে শুক্রবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত আদিয়ান মার্টের প্রধান কার্যালয়ে অভিযান চালায় র্যাব।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শফিকুল আহসান গতকাল সকালে ঝিনাইদহ র্যাব কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন চুয়াডাঙ্গা সদরের নীলমনিগঞ্জে ই-কমার্স প্রতিষ্ঠান ‘আদিয়ান মার্ট লিমিটেড’ স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ খেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। এরপর থেকে র্যাবের মেহেরপুরের গাংনী ক্যাম্প এই প্রতিষ্ঠানের উপর নজরদারি শুরু করে। এতে জানা যায়, বর্তমানে তাদের প্রোডাক্ট ঘাটতির পরিমাণ ৭ থেকে ৮ কোটি টাকা। শত শত অর্ডার সরবরাহ বাকি পড়েছে। কয়েকদিন এ প্রতিষ্ঠান কাস্টমার কেয়ার কার্যক্রম কন্ধ রেখেছে। সারাদেশে তারা অসংখ্য কাস্টমারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় বলে র্যাবের কাছে অভিযোগ আসছে।
গত শুক্রবার আতিকুর রহমান উজ্জ্বল নামে এক গ্রাহক তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করে এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করেন বলে এই র্যাব কর্মকর্তা জানান। `এ ঘটনার তদন্তে নেমে র্যাবের গাংনী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে চার জনকে গ্রেপ্তার করেছে।` সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর শফিকুল বলেন, ‘এ পর্যন্ত পাওয়া তথ্যমতে আদিয়ান মার্ট লি. গ্রাহকদের কাছ থেকে প্রায় সাত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেপ্তারকৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।’
কমেন্ট বক্স