বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিমকে চুয়াডাঙ্গায় ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২১ ইং
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিমকে চুয়াডাঙ্গায় ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দীন নাসিমকে চুয়াডাঙ্গায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারে তাঁকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্য তিনি চুয়াডাঙ্গা হয়ে মেহেরপুর যাচ্ছিলেন। পথের মধ্যে তাঁকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে যশোর বিমানবন্দর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দীন নাসিমকে স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। যশোর থেকে সড়ক পথে একসাথে আ.ফ.ম. বাহাউদ্দীন নাসিম ও আসাদুল হক বিশ্বাস চুয়াডাঙ্গা হয়ে মেহেরপুর যাওয়ার সময় ডিঙ্গেদহ বাজারে দলীয় নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস এ শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল প্রমুখ। এসময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে, প্রায় এক হাজার মোটরসাইকেল শোডাউন দিয়ে দলীয় নেতা-কর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দীন নাসিমকে মেহেরপুর পর্যন্ত পৌঁছে দেন। সম্পূর্ণ সফরে কেন্দ্রীয় এ নেতার সফরসঙ্গী হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ