মহেশপুরে নৌকা প্রতীক পেলেন যারা
- আপলোড তারিখঃ ১০-১০-২০২১ ইং
ঝিনাইদহ অফিস:
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়মী লীগের মনোনয়ন বোর্ড প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করে। পরে দলের ধানমন্ডি কার্যালয় থেকে খুলনা বিভাগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন রয়েছে।
নৌকা প্রতীক পেলেন যারা, মহেশপুর উপজেলার ১ নম্বর এসবিকে ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় (নৌকা) মনোনয়ন পেয়েছেন শামীমা সুলতানা শিউলী, ২ নম্বর ফতেপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম সিরাজ, ৩ নম্বর পান্তাপাড়া ইউনিয়নে ইসমাইল হোসেন, ৪ নম্বর স্বরুপপুর ইউনিয়নে মিজানুর রহমান, ৫ নম্বর শ্যামকুড় ইউনিয়নে আমানুল্লাহ হক, ৬ নম্বর নেপা ইউনিয়নে মো. সামছুল আলম মৃধা, ৭ নম্বর কাজীরবেড় ইউনিয়নে বিএম সেলিম রেজা, ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নে মো. নওশের আলী মল্লিক, ৯ নম্বর যাদবপুর ইউনিয়নে মো. সালাউদ্দিন, ১০ নম্বর নাটিমা ইউনিয়নে আবুল কাসেম মাস্টার, ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়নে মো. আমিনুর রহমান ও আজমপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. শাহাজান আলী। এই উপজেলায় ১২টি ইউনিয়নে আ.লীগের দলীয় (নৌকা) প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নতুন মুখ ৪ জন। এদিকে তারা নৌকার মাঝি হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই স্থানীয় আ.লীগের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
মহেশপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন বলেন, তৃণমূল জরিপের ভিত্তিতে দল উপজেলার ১২টি ইউপিতে কিছু নতুন মুখকেও (নৌকা) প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি আশাবাদী মহেশপুরবাসী উন্নয়নের প্রতীক নৌকায় আবারও ভোট দেবেন।
কমেন্ট বক্স