চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ ০১-০৬-২০১৭ ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সমমনা রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের সানডিয়ান চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খেলাফত মজলিশসহ ২০ দলীয় জোটের নেতাকর্মিরা ইফতার মাহফিল ও আলোচনা সভায় অংশ নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর আনোয়ারুল হক মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, সেক্রেটারি রুহুল আমিন, জেলা খেলাফত মজলিশের আমীর মাও. আনিসুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, প্রবীণ সাংবাদিক মাহাতাব উদ্দিন, সিনিয়র সাংবাদিক মানিক আকবার, জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি আব্দুল খালেক, শূরা সদস্য অ্যাড. মসলেম উদ্দিন, জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা আমীর অধ্যাপক খলিলুর রহমান, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর অ্যাড. মাসুদ পারভেজ, দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, জীবননগরের হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, আলমডাঙ্গার নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম। আলোচনা সভা শেষে সানডিয়ান চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মি অংশগ্রহণ করেন।
কমেন্ট বক্স