বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লুটপাটের বাজেট

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০১৭ ইং
লুটপাটের বাজেট
সমীকরণ ডেস্ক: ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, এ বাজেট লুটপাটের বাজেট। বাজেটে আওয়ামী লীগকে চুরি করার সুযোগ দেয়া হয়েছে। আর বাজেটে অর্থমন্ত্রী নিজেও কিছু করতে পারেননি। কারণ হাসিনার কথা মতোই বাজেট তৈরি হয়। সুতরাং হাসিনা যা চান বাজেটে তাই হয়। তাই অর্থমন্ত্রীর নয়, এই বাজেট হাসিনার। এ ছাড়া এ বাজেট আর বাজেট থাকবে না। দেখবেন, একটি প্রকল্প ১০ থেকে ২০ হাজার কোটি টাকা, কিন্তু সেটা পরে আবার ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা করা হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, বাজেটের কী দরকার? প্রত্যেকবারই তো বাজেট করা হয় এবং সে বাজেট শেষ হয়। খালেদা জিয়া বলেন, বাজেটের আগেই সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। আরো একটি লুটপাটের জন্য এটা করা হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধি বন্ধ রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। খালেদা জিয়া বলেন, জালেমদের বিরুদ্ধে আজ বিচারক, ছাত্র, যুবক, শ্রমিক এবং মা-বোনসহ সর্বস্তরের মানুষের জেগে উঠা এবং ঐক্যবদ্ধ হওয়া উচিত। দেশ থেকে এই জালেমদের বিতাড়িত করে দেশে আইনের শাসন, ন্যায়বিচার, সমান অধিকার ও গণতন্ত্র পতিষ্ঠিত করতে হবে। দেশে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, ঘূর্ণিঝড় ‘মোরা’ দুর্গত এলাকায় এখনও সরকারি ত্রাণ পৌঁছেনি।


কমেন্ট বক্স
notebook

বিপজ্জনক আগামী ২৪ ঘণ্টা