বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিউনিশিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২১ ইং
তিউনিশিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী
বিশ্ব ডেস্ক: তিউনিশিয়ার সরকারে বড় পটপরিবর্তন দেখা দেখা গেল। এবার ইতিহাসে প্রথমবার দেশটিতে নারী প্রধানমন্ত্রী হয়েছেন নাজলা বাউডেন রোমধান। প্রধানমন্ত্রী হিসেবে একটি বিশ্ববিদ্যালয়ের সাবেক এই প্রকৌশলীর নাম ঘোষণা করেছেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাঈদ। খবর এএফপির। জানা গেছে, নাজলা বাউডেন রোমাধান পূর্বে ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছেন। এর বাইরে তার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এর আগে, প্রায় দুই মাস আগে বিক্ষোভের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। পরে গত সপ্তাহে নিজের ক্ষমতা বাড়ানোর সুযোগ রেখে তিনি নতুন ডিক্রি জারি করেন। এর মধ্য দিয়ে দেশ পরিচালনায় নিরংকুশ ক্ষমতা পান কায়েস সাঈদ। যদিও এ পদক্ষেপকে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা উল্লেখ করে নিন্দা জানায় বিভিন্ন দেশ ও সংস্থা। এছাড়া, নাজলা বাউডেন যখন তিউনিশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন তখন দেশটিতে নানাবিধ সংকট।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ