দর্শনায় মদ্যপান করে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি
- আপলোড তারিখঃ ২৯-০৯-২০২১ ইং
দর্শনা অফিস:
দর্শনা আকন্দবাড়িয়া নতুনপাড়ায় মদ্যপান করে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ঝণ্টু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এসময় ঝণ্টুকে ধরে গাছের সাথে বেধে গণপিটুনি দেয় পরিবারের লোকজনসহ স্থানীয়রা। পরে ঝণ্টু ওই শিশু কন্যার আপন চাচার বন্ধু হওয়ায় গণপিটুনির একপর্যায়ে ছেড়ে দেওয়া হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দর্শনা থানার আওতাধীন আকন্দবাড়িয়া রায়পাড়ার মৃত বাবলুর ছেলে ঝণ্টু (৪২) মদ্যপান অবস্থায় একই গ্রামের নতুন পাড়ায় ভ্যানচালক বন্ধু জৈনক রাজুর বাড়িতে আসে। এসময় রাজু বাড়িতে না থাকায় কৌশলে রাজুর ভাই রফিকুলের ৫ বছরের কন্যসন্তানকে রাজুর ঘরে ডেকে নিয়ে আসে। পরে ওই কন্যাসন্তানকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করলে পরিবারের সদস্যরা বুঝতে পেরে ঝণ্টুকে ধরে ফেলে। এসময় ওই বাড়ির একটি লেবু গাছের সাথে বেধে রেখে গণপিটুনি দেয় পরিবারের সদস্যরা ও স্থানীরা। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে ঝণ্টুর উত্তম-মাধ্যম দিয়ে রাজুর বন্ধু হওয়ায় ছেড়ে দেয় স্থানীরা। এসময় ভুক্তভোগী শিশুর দাদী বিষটির সত্যতা স্বীকার করে।
এবিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইস এম লুৎফুল কবীর জানান, এ ধরনের একটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই স্থানীরা ঝণ্টুকে ছেড়ে দেয়। এ বিষয়ে দর্শনা থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ঝণ্টুর সাথে ভুক্তভোগী শিশুর চাচা রাজুর খুব ঘনিষ্ঠতা রয়েছে। তারা দুজনেই ওই ঘরে বসেই দীর্ঘদিন মাদকের কারবার ও মাদক সেবন করে আসছে। গতকালও ঝণ্টু মদ্যপান করে পুনরায় আবার মাদক সেবন করতে রাজুর ওই ঘরে ঢুকেছিল। রাজু ঘরে না থাকায় ঝণ্টু এ ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
কমেন্ট বক্স