মেহেরপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
- আপলোড তারিখঃ ১৯-০৯-২০২১ ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ মারফত আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে থেকে মারফত আলীকে আটক করা হয়। মারফত আলী গাংনী উপজেলার জোড়াঘাট গ্রামের ইনারুল ইসলাম এর ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই হেলাল উদ্দিনসহ ডিবির একটি দল সহড়াতলা গ্রামে অভিযান চালায়। এসময় মারফত আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স