সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানিকগঞ্জে পূর্বাশা পরিবহনের বাস খাদে!

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০২১ ইং
মানিকগঞ্জে পূর্বাশা পরিবহনের বাস খাদে!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী পূর্বাশা পরিবহনের ১-জে একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেছে। গতকাল শুক্রবার ভোরে ঢাকা-পাটুরিয়া সড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসেটিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায় বাসটি। তবে এ ঘটনায় যাত্রীদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পূর্বাশা পরিবহনের ম্যানেজার মামুন বলেন, ‘গত বৃহস্পতিবার রাত ১০টায় পূর্বাশা পরিবহনের চুয়াডাঙ্গা বড় বাজার কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথের মধ্যে ঢাকা-পাটুরিয়া সড়কের মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না জানতে পারিনি। এবিষয়ে পূর্বাশা পরিবহনের ঢাকা কাউন্টার জানায়, ‘চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকামুখী ১-জে সিরিজের একটি এসি বাস মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসেটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এঘটনায় দুয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছে। পরবর্তীতে বাসটিকে উদ্ধার করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু