দামুড়হুদার লোকনাথপুরে মাঠ দিবস অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ ০৭-০৯-২০২১ ইং
দর্শনা অফিস/ প্রতিবেদক, দামুড়হুদা:
বৃহত্তম কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় লোকনাথপুর বাজারে এ মাঠ দিবস আনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মাজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জাহিদুল আমিন।
এসময় বক্তারা বলেন, প্রতি জমিতে সাথী ফসল তিনটি চাষ করতে পারেন। কলার জমিতে মুগ বা হুলুদ চাষ করলে বেশি ফসল উৎপাদন করা সম্ভব। এতে চাষিরা বেশি লাভবান হবেন। কলার জমিতে যদি মুগ চাষ এক সাথে করেন, তাহলে মুগ গাছের পাতা পড়ে জমির উর্বর শক্তি বেড়ে যায়। এতে কলা গাছের শক্তি বেড়ে যাবে। কলার ফলন বেড়ে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশিক্ষণ কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুল ইসলাম, দামুড়হুদা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মনির, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম বিল্লাহ, হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দীন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা কৃষি সম্প্রসারণ সহকারী কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, দামুড়হুদা সিআইজি কৃষি সংগঠনের সভাপতি সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিল আহাম্মদসহ গ্রামের সাধারণ চাষিরা।
কমেন্ট বক্স