চুয়াডাঙ্গায় মুখ ও বধির প্রতিবন্ধী সংঘের সদস্যদের মধ্যে নগদ অর্থ প্রদান করলেন টোটন জোয়ার্দ্দার
- আপলোড তারিখঃ ০৭-০৯-২০২১ ইং
আনিছ বিশ্বাস:
চুয়াডাঙ্গা জেলা মুখ ও বধির প্রতিবন্ধী সংঘের সদস্যদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই নগদ অর্থ প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সাহাবুল হোসেন, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুল (মেম্বার), সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন রতন, চুয়াডাঙ্গা জেলা মুখ ও বধির প্রতিবন্ধী সংঘের সহসভাপতি সালামতুল্লাহ, সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া, অটো বাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাজু মিয়াসহ আরও অনেকে।
কমেন্ট বক্স