বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির অক্সিজেন সেবা প্রদান অব্যাহত

  • আপলোড তারিখঃ ২৫-০৮-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির অক্সিজেন সেবা প্রদান অব্যাহত
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা বিএনপির কোভিড-১৯ হেল্প সেন্টারের অক্সিজেন সেবা প্রদান অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বৃদ্ধ এক নারীকে অক্সিজেন সেবা প্রদান করে তারা। জানা যায়, গতকাল সকালে জেলা বিএনপির কোভিড-১৯ হেল্প সেন্টারের হেল্প লাইনে ফোন আসে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা আক্রান্ত বৃদ্ধ এক নারীকে অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিতে হবে। তাই অক্সিজেন সেবার প্রয়োজন। এই সংবাদ পাওয়ার পর হেল্প সেন্টারের সদস্যরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা আক্রান্ত জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সড়াবাড়ীয়া গ্রামের ৬০ বছর ঊর্ধ্ব এক নারীকে অক্সিজেন সিলিন্ডার সরবারহ করেন। এসময় উপস্থিত ছিলেন হেল্প সেন্টারের দলনেতা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রাথী মো. সিরাজুল ইসলাম মণি, হেল্প সেন্টারের সদস্য জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইনামুল হক ইমন, আখতারুজ্জামান তুহিন, ছাত্রদলের সদস্য সম্রাট প্রমখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ